গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত, চালকসহ তিনজন কারাগারে
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় প্রাইভেটকার চালকসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।বাদী পক্ষের আইনজীবী রেজাউল করিম রেজা সাংবাদিকদের জানান, পূর্বাচলে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের তিন শিক্ষার্থী মোটর সাইকেল চেকপোস্টে তল্লাশির সময় বেপরোয়া প্রাইভেটকার চালিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বুয়েট কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। অপর দুই জনসহ আরও দুই পুলিশ সদস্য আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।তিনি বলেন, প্রাইভেটকারের চালকসহ তারা তিনজন মাদকাসক্ত ছিলেন। আসামীদের রূপগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় আসামী পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান জানান, পুলিশ চেকপোস্টে বুয়েটের তিন শিক্ষার্থীর মোটর সাইকেলের হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ব্রেক ফেইল করে চেকপোস্টের ব্যারিয়ারে আঘাত করলে বুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। যিনি গাড়ি চালক তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ না এনে অপর দু’জনকেও আসামি করেছে। তিনি বলেন, পুলিশ আসামিদের ডোপ টেস্ট ও রিমান্ডের আবেদন করেছে, আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে প্রেরণ করেছেন।