• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৫:২৬:৫৮ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৫:২৬:৫৮ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

মিয়ানমার থেকে গুলিবর্ষণ, সরাসরি টেকনাফ বন্দরে আঘাত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নাফ নদীর আশপাশে বসবাসকৃত পরিবারগুলো আবারো আতঙ্কে জীবন যাপন করছেন। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুর দেড়টার দিকে সরাসরি টেকনাফ স্থল বন্দর লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণ করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।এসময় দুটি গুলি সরাসরি বন্দরে আঘাত করে। একটি গুলি মূল ভবনের কাঁচের গ্লাসে আঘাত করার ফলে গ্লাসটি ভেঙ্গে যায়, অপর গুলিটি বন্দরের অভ্যন্তরে থাকা একটি ট্রাকের সামনের গ্লাসে আঘাত করে।টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার জসিম উদ্দিন জানান, হঠাৎ করে মিয়ানমারের দিক থেকে গোলাগুলির শব্দ শোনা যায়, তারমধ্যে দুইটি গুলি এসে লাগে বন্দরে। একটি গুলি বন্দরের মূল ভবনের হিসাব কক্ষের কাঁচের গ্লাসে আঘাত করে, অপর গুলিটি একটি ট্রাকের সামনের গ্লাসে লাগে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। তবে কারা গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িত তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।প্রসঙ্গত, কয়েকবছর ধরে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মাঝে গৃহযুদ্ধ চলে আসলেও সম্প্রতি মংডু টাউনশীপের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধ চলছে বেশ কয়েক মাস ধরে। এরপরও থেমে থেমে গুলির শব্দ ভেসে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এঘটনায় স্থল বন্দর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।