• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫২:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫২:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

পূর্বধলায় গ্রন্থাগার দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই স্লোগানে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ শিশু পাঠকদের মধ্যে পুরস্কার  বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে পাঠাগার কর্তৃপক্ষ এলাকার স্কুল পড়ুয়া শিশুদের টি-শার্ট, মশারি, পেন্সিল বক্স, খাতা, ডায়েরি ও শুকনা খাবার বিতরণ করে।১২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বন্দেরপাড়া অবস্থিত ‘হাজ্বী আমির উদ্দিন মুন্সি স্মৃতি পাঠাগারে’র উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম মনি'র সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী আকন্দ, পূর্বধলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, ইচুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রফিক খান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সানাউল হক, আনন্দ টিভির ওয়াসিমূল বারী, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি জোবায়ের হোসেন বাচ্চু, বাংলার দর্পণ পত্রিকার প্রতিনিধি নিজাম উদ্দিন, সমাজ সেবক মো. সাইফুল ইসলাম রুকনসহ অন্যরা।উল্লেখ্য, দিনটি উপলক্ষে এবার গরীব অসহায়দের মাঝে মশারি বিতরণ করে পাঠাগার কর্তৃপক্ষ। অনুষ্ঠানের পর শ্রেষ্ঠ পাঠকদের পুরস্কার প্রদান করা হয়।