• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৮:০৪:০৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৮:০৪:০৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

নওগাঁর বোয়ালিয়ায় গ্রাম আদালতে বাড়ছে মানুষের আস্থা

নওগাঁ প্রতিনিধি: এক বছরে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে প্রায় ৩৫০টি দায়েরকৃত মামলার নিষ্পত্তি করা হয়েছে। সেবা পেয়ে ও সমাধান পেয়ে জনগণও হচ্ছে খুশি, বাড়ছে আস্থা। বলছি, নওগাঁর সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের কথা।জানা যায়, বিগত এক বছরে ইউপি চেয়ারম্যান, উপজেলা, জেলা প্রশাসন এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় (৩য় পর্যায়) প্রকল্পের কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় গ্রাম আদালত কার্যকারিতা প্রতিষ্ঠা পেয়েছে। ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এবং আবেদনকারী ও প্রতিবাদীর মনোনীত ব্যক্তিসহ মোট ৫ জন সদস্য নিয়ে গ্রাম আদালত পরিচালনা করা হয়। গত এক বছরে ইউনিয়নে দায়েরকৃত ও উচ্চ আদালত থেকে প্রাপ্ত দেওয়ানি ও ফৌজদারী মিলিয়ে ৩৫০টি মামলা গ্রাম আদলতের মাধ্যমে নিষ্পত্তির করা হয়েছে।স্থানীয় বিচার প্রার্থী লোকজন বলেন, আমরা দরিদ্র মানুষ। গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়ে আমরা খুশি। মামলা মোকদ্দমাসহ বিভিন্ন চক্কর ও অর্থ অপচয় থেকে মুক্তি পেয়েছেন তারা। নিজের গ্রামেই বিচার হয়। বাড়তি কোনো টাকাপয়সা লাগে না। যাতায়াতের কোনো সমস্যায় পড়তে হয় না।ইউনিয়নের চেয়ারম্যান মোছা. আফেলাতুন নেছা বলেন,  প্রথমদিকে গ্রাম আদালতের বিচারকার্য নিয়ে গ্রামবাসীর মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব বা অনীহা কাজ করত। পরে গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার ফলে মানুষের সন্দেহ কাটে এবং গ্রাম আদালতের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।চেয়ারম্যান আরও বলেন, অধিকাংশ বিচারে আমার থাকার সুযোগ হয়েছে। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ বিচার চেয়ে সুষ্ঠু ও ন্যায়বিচার পেয়েছেন। নিজের ইউনিয়নেই গ্রাম আদালতের বিচারিক কার্য পরিচালিত হয় বিধায় এলাকারর মানুষের আস্থার  জায়গা তৈরি হয়েছে।