কুষ্টিয়ায় আমার দেশ পত্রিকার সম্পাদককে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ায় জুলাই-আগস্ট’ ২৪ বিপ্লবে শহীদদের পরিবারের করা হত্যা মামলা ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা হত্যা মামলার অন্যতম আসামি কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।এ সময় মানববন্ধন কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ ও বিজেপির (পার্থ) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইমরান হোসেনসহ কয়েকশ’ মানুষ অংশ নেয়।