• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৭:২৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৭:২৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

শান্তিরামে বীরনিবাস ঘরের কাজে অনিয়মের অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের শান্তিরাম গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. জহির উদ্দিনের বীর নিবাস ঘরের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে ২৮ সেপ্টেম্বর শনিবার মুক্তিযোদ্ধার সন্তান মো. হারুন মিয়া জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।দায়ের করা আবেদন পত্রের বরাতে জানা যায়, সুন্দরগঞ্জের শান্তিরাম গ্রামের মৃত. মোহাম্মদ জহির উদ্দিন মুক্তি বার্তা নং ৩১৭০৩০২০৪ নামে সরকারের পক্ষ থেকে ঘর বরাদ্দ হয়। স্থানীয় ঠিকাদার রফিকুল ইসলাম বীর নিবাসের এ ঘরটি নির্মাণ কাজটি পান।লিখিত অভিযোগ সূত্রে আরও জানা যায়, ঠিকাদার রফিকুল ইসলাম বরাদ্দ পাওয়া সরকারি যে অনুদান রয়েছে, সে এস্টিমেট অনুযায়ী কাজ করেননি। ঘর ভিম দিয়ে উঠানোর কথা বলে হারুন মিয়ার কাছ থেকে ১ লক্ষ টাকা নেন অভিযুক্ত ঠিকাদার।এ ব্যাপারে হারুন মিয়া বলেন, নিম্নমানের কাঠ দিয়ে দরজা বানানো হয়েছে, তা এখনই ঘুণ ধরেছে। ঘরের উচ্চতা ১০ ফিট করার কথা, ৯ ফিট ২ ইঞ্চি করেছেন। টাইলস সঠিকভাবে বাসানো হয়নি। টাইলসের নিচে সিমেন্ট নেই। স্যানেটারি পাইপ নিম্নমানের। জানালার গ্লাস ৫ মিলি দেওয়ার কথা সেখানে ৪ মিলি দিয়েছে।তিনি আরও বলেন, লেট্রিনের প্লাস্টিক দরজা ভেঙ্গে গেছে। আমি অভিযোগ ও অনিয়মের কাজে বাঁধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট ও মামলার হুমকি দিচ্ছেন ঠিকাদার। ঠিকাদার প্রভাবশালী হওয়ায় বর্তমানে আমরা আতঙ্কে আছি।