পাবনায় অস্ত্র, গুলি, ইয়াবা ও হেরোইনসহ চারজন আটক
পাবনা প্রতিনিধি: পাবনা ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি শর্টগান, ৬২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ৪ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ ৪জনকে আটক করেছে।জানা গেছে, ২১ এপ্রিল সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালায়।এ সময় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. জাহিদ হাসান রানাকে (৩৩) আটক করা হয়। তিনি পাবনা সদর উপজেলার দোহারপাড়া এলাকার বাসিন্দা।একই দিন সকাল ১১টায় হেমায়েতপুর মালিথা পাড়ার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে ডিবি পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করে। তারা হলেন—মো. সাজ্জাদ হোসেন (২৬) এবং মো. আব্দুল রানা (৪৯)।অভিযানে একটি সচল ৭.৬৫ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি, ২২ বোরের ৪৯ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এছাড়া দুপুর ১টা ১০ মিনিটে গয়েশপুর ইউনিয়নের মোনহরপুর গ্রামে আরেকটি অভিযানে রাসেল হোসেন নামে একজনকে (৪৫) আটক করা হয়। তার বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা তুরস্কের তৈরি একটি ১২ বোর শর্টগান এবং ৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।অভিযানগুলো পরিচালিত হয় পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানের সার্বিক দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডলের তত্ত্বাবধানে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ মো. হাসান বাসির।আটক চারজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।