• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৮:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৮:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড় বাজারে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড় বাজারে আসমতের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল গাজীপুরের শ্রীপুরে এক দোকানে বিক্রির জন্য নিতে চাইলে ট্রাক, চালক ও চাল কিনে নেওয়া ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসন।খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ট্রাকচালক ও চাল কিনে নেওয়া ব্যবসায়ী আটক আছে বলে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় ট্রাক, চালক ও চাল কিনে নেওয়া ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা করা হবে বলেও জানান ইউএনও।