• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২২:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২২:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ফরিদপুরে পদ্মার চরাঞ্চলে চলছে অবৈধভাবে দেশীয় প্রজাতির মাছ শিকার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলার পদ্মার চর এলাকা গুলোতে ছোট মাছ (গুড়া) ধরছে অবৈধ চায়না দোয়ারি দিয়ে। এতে দেশীয় প্রজাতির কোনো মাছ বড় হতে পারছে না। প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে দেশীয় মাছ। বাজারে গেলে দেখা যায়, অবৈধ চায়না দোয়ারি দিয়ে কীভাবে মাছ ধরে বাজারে এনে বিক্রি করছে এক শ্রেণির মাছ ব্যবসায়ী।সরেজমিনে ঘুরে দেখা যায়, সদর উপজেলার নর্থচ‍্যানেল ইউনিয়ন ও ডিগ্রির চর ইউনিয়নে এ অবৈধ মাছ ধরার চায়না দোয়ারি ব্যবহার করছে। অপরদিকে ফরিদপুর শহরের বাজার গুলিতে ছোট ছোট ইলিশের জাটকা মাছ বিক্রি হচ্ছে। এ ছোট জাটকা মাছ ও বাজারে বিক্রি করা নিষিদ্ধ করেছে সরকার। কোনো বাজারে নিষিদ্ধ মাছ ও দেশীয় প্রজাতির ছোট মাছ ধরা এবং বিক্রি করছে কারা এ দেখভালের জন্য দায়িত্বে নিয়োজিত আছে মৎস্য বিভাগ।কিন্তু মৎস্য বিভাগ এ বিষয়ে কোনো দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করে দুই ইউনিয়নের চর অঞ্চলের বাসিন্দারা।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তিরা জানান, নামেই মৎস্য বিভাগ এরা। কোনো কাজ করে না, (দায়িত্ব) পালন করে না সঠিকভাবে। তারা আরো বলেন,  মৎস্য বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন করলে এভাবে দেশীয় মাছ বিলুপ্ত হতো না এবং বাজারে নিষিদ্ধ চায়না দোয়ারি পাওয়া যেতো না। এলাকাবাসীর দাবি,  দেশীয় মাছ বাঁচানোর জন্য জরুরিভাবে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন সরকারের।এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান জানান, এ সময় থেকে প্রায় ৩ মাস জাটকা ইলিশ মাছ জেলেরা বাজারে বিক্রি করতে পারবে। অপরদিকে চায়না দোয়ারি নিয়ে তিনি জানান, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, ২/১ দিনের মধ্যে চর অঞ্চলে ও অভিযান চালাবো।