• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:১৪:০৬ (08-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৬শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:১৪:০৬ (08-Feb-2025)
  • - ৩৩° সে:

বিপিএলের ফাইনালে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চিটাগাং

স্পোর্টস ডেস্ক: অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস।৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় টানা দ্বিতীয় আসরের শিরোপা জয়ের লক্ষ্যে নেমে টস জিতেছে তামিম ইকবালের বরিশাল। যদিও তিনি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগে ব্যাট করবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চিটাগাং।এ নিয়ে টানা দ্বিতীয় আসরের ফাইনাল খেলছে বরিশাল। সবমিলিয়ে সবশেষ চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ২০১৩ সালে বিপিএলের ফাইনালে খেলেছিল চিটাগাং কিংস। সেবার হতাশা নিয়ে ফিরলেও এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় শামিম-ইমন-খালেদরা। অন্যদিকে, তামিমের সামনে রয়েছে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে যৌথভাবে রেকর্ড গড়ার সুযোগ।