• ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:০১:৪৬ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:০১:৪৬ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

শীতে খুশকির ঘরোয়া সমাধান

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতিতে শীতের হাওয়া লেগেছে আরও আগেই। এই সময়ে ত্বকের পাশাপাশি চুলেরও আলাদা করে যত্ন নেওয়া প্রয়োজন। না হয় ত্বক রুক্ষ হয়ে চুলে খুশকি দেখা দেয়। চুলে খুশকি হলে অনেক রকমের সমস্যা হতে পারে। যেমন অতিরিক্ত চুল পড়া, চুলের বৃদ্ধি বাধাগ্রস্থ হওয়া। তাই এই সময় প্রয়োজন চুলের কিছু বাড়তি পরিচর্যা।এই শীতে চুলের যত্নে ৩টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি:১. প্রথমেই একটি ডিমের সাদা অংশের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে মাথার ত্বকে লাগান। শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। অথবা হাফ কাপ দইয়ের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এক ঘণ্টা রেখে চুল শ্যাম্পু করে ফেলুন।২. ডিমের সাদা অংশের সঙ্গে পাতি লেবুর রস ভাল করে মিশিয়ে একটি পাত্রে রাখুন। মিশ্রণটি এতটাই ভাল করে মেশাবেন, যাতে একেবারে মিশে যায়। সম্ভব হলে এর সঙ্গে এক কাপ নারকেলের দুধ এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল মেশাতে পারেন। এ বার মিশ্রণটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত আঙুল দিয়ে লাগিয়ে নিন। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।৩. দারচিনি গুঁড়ো ও নারকেল তেল এই দুইটি উপাদানই এক টেবিল চামচ করে মিশিয়ে নিন। চুলের মাঝখান থেকে নীচ পর্যন্ত প্যাক লাগান। আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে ভাল করে মালিশ করুন। তার পরে পুরো চুল তুলে মাথায় শাওয়ার ক্যাপ বা তোয়ালে জড়িয়ে রাখুন। ৩০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।প্রসঙ্গত, এই ঘরোয়া পদ্ধতিগুলি কার্যকরীভাবে ব্যবহারের ফলে চুল যেমন পুষ্টি পায়, তেমনই একদম গোড়া থেকে চুলের ডগাও কম ভাঙ্গে। স্কিনের ভাল ভাব তৈরি হওয়ার ফলে চুলে খুশকি দূর হয়ে স্থায়ীভাবে। সপ্তাহে এক বা দুই দিন ব্যবহার করলেই সুফল পাওয়া যাবে।