• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৫:২৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৫:২৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ জনকে গ্রেফতার করা হয়। ১০ অক্টোবর মেঙ্গলবার অভিযুক্ত ১ জনকে গ্রেফতারের পর চোরাই মটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।জানা যায়, ৯ অক্টোবর চৌদ্দগ্রামে চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে মঙ্গলবার চৌদ্দগ্রাম থানা পুলিশ আসামী সাদ্দামকে গ্রেফতার করে। পরবর্তীতে সাদ্দামের দেয়া তথ্যমতে, চোরাই চক্রের মূলহোতা চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণপুর গ্রামের সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল ও গ্যারেজ মিস্ত্রী শাহ আলম পালিয়ে যায়। পুলিশ ফরহাদ নামের একজনকে গ্রেফতারে সক্ষম হয়। এসময় সোহেলের বাড়িথেকে ৬ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানা যায় সোহেল ও তার চক্রের সদস্যরা মিলে মোটরসাইকেল চুরি করে এনে এখানে রং পরিবর্তন করে তা বিক্রি করতো।পুলিশ জানায়, অভিযানে উপজেলার কুলাসার গ্রামের মৃত গোলাপ রহমানের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২) ও বিষ্ণপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. ফরহাদ হোসাইনকে (২৬) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ২জনসহ মোট ৪ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে। পালাতক আসামিরা হলেন, বিষ্ণপুর গ্রামের আবদুল হাই প্রকাশ বাচ্চু মিয়ার ছেলে মো. সোহেল (৩০) ও ঝিকড্ডা গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহ আলম (৩২)। বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন  কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান (বিপিএম বার)।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।