গাজীপুরে রিসোর্টে প্রবেশ করায় মালিকের সামনেই ছাগলকে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে রিসোর্টের ভেতর ছাগল প্রবেশ করার অপরাধে ছাগল মালিকের সামনে ছাগলকে গুলি করে হত্যা করেছে রিসোর্ট কতৃপক্ষ।ঘটনাটি ঘটেছে ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাউগান গ্রামের জলেশ্বরী রিসোর্টে।ভুক্তভোগী কৃষাণী রিয়া আক্তার উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাউগান গ্রামের আল আমিনের স্ত্রী।অভিযুক্ত আমান উল্লাহ একই ইউনিয়নের আসমত আলী মুন্সির ছেলে। তিনি জলেশ্বরী রিসোর্টের কর্মচারী।ভুক্তভোগী কৃষাণী রিয়া আক্তার অভিযোগ করে বলেন, জলেশ্বরী রিসোর্ট ঘেঁষে আমাদের জমিতে নিয়মিত ছাগল বেঁধে ঘাস খাওয়াই। বৃহস্পতিবার বিকালে আমার দুটি এবং আমার ভাসুরের দুটি ছাগল খেতের আইলে বেঁধে বাড়িতে আসি। এরপর রশি ছিড়ে আমার ছাগল রিসোর্টে প্রবেশ করে। কিছুক্ষণ পর ছাগলের ডাক শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছাগলকে গুলি করার জন্য বন্দুক তাক করছে। আমি দূর থেকে পায়ে ধরে শেষ বারের মতো ক্ষমা চাই, তারপরেও আমার ছাগলকে গুলি করবেন না ভাই। কিন্তু তাতেও কাজ হয়নি। বন্দুক তাক করে আমার ছাগলের বুকে গুলি চালিয়ে মেরে ফেলেছে।স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, এই রিসোর্টের লোকজনের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে নিরীহ কৃষকের ছাগলের বুকে গুলি চালাতেও দ্বিধাবোধ করে না।জলেশ্বরী রিসোর্টের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন বলেন, তারা কয়েক বছর ধরে সমস্যা করছে। তাদের বহুবার নিষেধ করেছি। তবুও তাদের কোনো হুঁশ হয়নি। হুঁশ করিয়ে দিতেই সামান্য খুঁচা দেয়া হয়েছে। তবে এয়ার গানের গুলিতে ছাগল মারা যাওয়ার কথা না।শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই আবু রায়হান বলেন, ১১ নভেম্বর শনিবার বিকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যাতা পাওয়া গেছে। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।