• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৩৮:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৩৮:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

পুলিশের হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্র ইউনিয়নসের বিক্ষোভ মিছিল

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের উপরে পুলিশী হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ।১১ জুলাই বৃহস্পতিবার রাত ৮টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের কার্যালয় থেকে মিছিলটি বের হয় এবং কৃষি অনুষদ করিডোর দিয়ে বিশ্ববিদ্যালয়ের কামাল রঞ্জিত মার্কেটে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ বিন আনোয়ার বলেন, ‘আজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের উপরে পুলিশী হামলা হয়েছে। এই হামলা একটি ন্যাক্কারজনক হামলা। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা কোনোভাবেই সমীচীন নয়। এই হামলার প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ মিছিল।’সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, ‘পুলিশ পূর্বপরিকল্পনা করেই সাধারণ শিক্ষার্থীদের হুঁশিয়ারি দিয়েছিলো এবং তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমরা বাকৃবি ছাত্র ইউনিয়ন সংসদ এরই প্রেক্ষিতে ঝুম বৃষ্টির মধ্যেও রাজপথে নেমেছি।’