• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:২৩:৪৯ (26-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:২৩:৪৯ (26-Nov-2024)
  • - ৩৩° সে:

জাবির আইন বিভাগ ছাত্র সংসদে ভিপি অমিত, জিএস আসাদুজ্জামান, এজিএস কাজল

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের ছাত্র সংসদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আসিফুল হাসান অমিত, সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ৫০ তম আবর্তনের শিক্ষার্থী আসাদুজ্জামান এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন ৫১ তম আবর্তনের শিক্ষার্থী কাওসার আলম কাজল।২৫ নভেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের ৪১১ নাম্বার কক্ষে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচনে ২১ টি পদে মোট ৪২ জন পদপ্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিকেল ৬ টায় ভোটের ফলাফল ঘোষণা করেন আইন ও বিচার বিভাগের সভাপতি রবিউল ইসলাম। অন্যান্য পদগুলোতে মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী রাফা রওনক, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫০ তম আবর্তনের শিক্ষার্থী তাসনিম হাসান, ক্রীড়া বিষয়ক সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫১ তম আবর্তনের শিক্ষার্থী সাদমান সৌমিক খান, সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী আখিঁ কাজল, সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫১ তম ব্যাচের শিক্ষার্থী সামাঞ্জা মৌনি, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুর্তজা সাকিব, সহকারী ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলী মূর্তজা, অফিস সেক্রেটারি পদে মিজানুর রহমান, চিফ কো-কারিকুলার সেক্রেটারি হিসেবে আরসাদুল হক, অরগানাইজিং সেক্রেটারি হিসেবে শুভ ও অ্যাসিসট্যান্ট অরগানাইজিং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছে ৫১ তম আবর্তনের মতিউল ইসলাম। সেমিনার লাইব্রেরি সেক্রেটারি পদে মো. মনজুরা মওলা এবং অ্যাসিস্ট্যান্ট সেমিনার লাইব্রেরি পদে রাব্বি সরকার আকাশ নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন শ্রী পল্লব কুমার পাল, হাসানুল কবির, ইফতেখার হোসেন এবং নাফিজ জয়।