• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:১১:১৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:১১:১৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো জগদ্ধাত্রী পূজা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের  ধর্মীয় উৎসবের মধ্যে জগদ্ধাত্রী পূজা অন্যতম। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা ও আনন্দ-উৎসব। এসময় হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরাও একে অন্যকে সিঁদুর পরিয়ে চলে  ছবি তোলা আর ঢাকের তালে নাচ-গান।২২ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।  শঙ্খ, উলুধ্বনি, খোল-করতাল, ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে সনাতনীরা কেন্দ্রীয় কালী মন্দিরে এ শোভাযাত্রায় অংশ নেয়। খাগড়াছড়ি বিভিন্ন সড়ক ঘুরে চেঙ্গী নদীর তীরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।বিকেলে খাগড়াছড়ি চেঙ্গী নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়। প্রতিমা বিসর্জন দেখতে সনাতনী সম্পাদায়ের লোকজন সেখানে হাজির হয়। এর আগে আনন্দ নগর ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরে খাগড়াছড়ি আনন্দ নগর বিদ্যানিকেতনের আয়োজনে সর্বজনীন জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আনন্দ নগর কেন্দ্রীয় কালী মন্দিরে ধর্মীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা ও ধুনুচি নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।পরে জগদ্ধাত্রী পূজার স্বয়ংকালে দেবীর অধীবাস ও গঙ্গা আহ্বান করা হয়। পরে সপ্তমী বিহিত পূজা, অষ্টমী বিহিত পূজা, রাজভোগ নিবেদন ও নবমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়।