• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৮:৫৫:৫৬ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৮:৫৫:৫৬ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

নড়াইলে পিছিয়েপড়া জনগোষ্ঠির সাথে টিটিসির জনসংযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর পক্ষ থেকে পিছিয়েপড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে জনসংযোগ করা হয়েছে।২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের পিছিয়েপড়া জনগোষ্ঠীর সাথে এ জনসংযোগ অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ আবুল বাসার আল মামুন। পিছিয়েপড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য দেন প্রেমানন্দ বিশ্বাস।এছাড়া আরও উপস্থিত ছিলেন, টিটিসির  প্রশিক্ষক রিপন হোসেন, রাশেদুল ইসলাম, মুকিত হোসেন, ইউসুফ আলী, মো. মইন হোসেন প্রমুখ।বক্তব্যে প্রধান অতিথি প্রকৌশলী অধ্যক্ষ আবুল বাসার আল মামুন বলেন, পিছিয়েপড়া জনগোষ্ঠীকে মূলধারার সাথে এগিয়ে নেয়ার জন্যই এ জনসংযোগ। তারা যাতে কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়। নিজেদের স্বাবলম্বী করতে পারে। দেশে-বিদেশে দক্ষ কর্মী হিসেবে জীবিকা নির্বাহ করতে পারে।