নীলফামারীর জলঢাকায় হিন্দু শিক্ষার্থীর ইসলাম গ্রহণ
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় নিজ ধর্ম (হিন্দু ধর্ম) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের এক শিক্ষার্থী। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মোছা. খাদিজা আক্তার (১৮)। তার পূর্বের নাম ছিলো বৃষ্টি রানী। আড়াই বছর আগে করা ঐ শিক্ষার্থীর প্রতিজ্ঞা থেকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।৫ জুলাই বুধবার নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা (এফিডেভিট) দিয়ে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন। খাদিজা আক্তার (বৃষ্টি রানী) উপজেলার ১০ নং কাঠালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দিলিপ কুমারের কন্যা।তিনি বলেন, ইসলাম ধর্ম গ্রহণের আগে থেকেই আমি নিয়মিত নামাজ পড়তাম। ইসলাম ধর্মের সকল নিয়ম-কানুন ও অনুশাসন মেনে চলতাম। ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে আমি জীবনে শান্তির পথ খুঁজে পেয়েছি।কেউ তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য বাধ্য বা চাপ প্রয়োগ করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আমাকে বাধ্য করেনি। আমি নিজে থেকেই ইসলাম কবুল করেছি।পরিবারের মাতামতের বিষয়ে জানতে চাইলে খাদিজা (বৃষ্টি রানী) বলেন, ইসলাম গ্রহণের পর আমার বাবার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমার এ ধর্মান্তর মেনে নেননি। বাবা আমাকে আবার হিন্দু ধর্মে ফিরে যেতে বলেছেন। আমি সবার কাছে দোয়া চাই, যাতে উদ্ভুত যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে পারি এবং বাকি জীবন ইসলামের পথে কাটাতে পারি।