• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:১০:৪৭ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:১০:৪৭ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

ব্যবসায়ী সাব্বির হত্যা মামলায় খালাস পেলেন জাকির খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।৭ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে মামলায় বেকসুর খালাস পাবার খবরে আদালতপাড়ায় আনন্দ মিছিল করছেন জাকির খানের নেতাকর্মীরা। মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালতপাড়ায় জড়ো হন হাজির খানের হাজারো সমর্থক।নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০টি মামলায় ইতিমধ্যে খালাস পেয়েছিলেন জাকির খান। বাকি তিনটি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন তিনি। নারায়ণগঞ্জের ব্যাবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পাবার পর তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি জানান, আলহামদুলিল্লাহ, তিনি বেকসুর খালাস পেয়েছেন।