খুলনায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল
খুলনা ব্যুরো: খুলনায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে শহীদ পরিবার, আহত সহযোদ্ধা, জুলাই বিপ্লবে গণ-অভ্যুথানকারী নেতৃবৃন্দ ও অংশ গ্রহণকারীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৩ মার্চ রোববার নগরীর একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেসবাহ কামাল মুন্নাও কেন্দ্রীয় সংগঠক ওয়াহিদুজ্জামান প্রত্যাশা।বক্তারা বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনার বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাইয়ের আন্দোলনে হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিও জানান বক্তারা। এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তানজীল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।