• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩১ ভোর ০৪:১৮:৫৮ (28-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩১ ভোর ০৪:১৮:৫৮ (28-Feb-2025)
  • - ৩৩° সে:

ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা, এমন আলোচনা দীর্ঘদিন ধরেই। সব ঠিক থাকলে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সেই প্রতীক্ষার অবসান হবে। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। ইতোমধ্যে দলের নামও চূড়ান্ত করা হয়েছে-‘জাতীয় নাগরিক পার্টি’।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের শীর্ষ ৬ পদের নেতৃত্ব এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।সবশেষ তথ্যমতে, দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পাশাপাশি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ। আর যুগ্ম সদস্য সচিব হচ্ছেন সামান্তা শারমিন।নতুন এই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে। এ জন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকাও তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থান দেওয়া হয়েছে।