ফকিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে একটি র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।১১ নভেম্বর সোমবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফকিরহাট আদর্শ বিদ্যালয় চত্বরে এ জনসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা ও বিএনপি নেতা শেখ আনসার আলী। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকির শহিদুল আলম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোল্লা রাজু আহম্মেদ, মোড়ল আতিয়ার রহমান, জেয়াউর রহমান, সাজ্জাদ হোসেন নান্নু, শেখ আলীবুদ্দিন, মো. ফিরোজ ফকির, মো. নুর ইসলাম, যুবদল নেতা মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দল নেতা খান শহিদুল ইসলাম, কৃষকদল নেতা ফিরোজ হোসেন, মহিলা দল নেত্রী নুর জাহান বেগম, ছাত্রদল নেতা ফাহিম শাহরিয়ার রাব্বি প্রমুখ।বিএনপির নেতা শেখ মিজানুর রহমান, শেখ আ. ছালাম ও শেখ. হুমেন মো. জিয়া যৌথভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।