• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১১:৪৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১১:৪৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্দোলনে শহীদদের স্মৃতি অমর করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মৃতি অমর করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান বিষয়ে গঠিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় সিদ্ধান্ত হয় যে, রংপুরে শহীদ আবু সাঈদ এবং ঢাকায় শহীদ মুগ্ধ এর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২টি স্থায়ী স্থাপনার নামকরণ করা হবে। পাশাপাশি অন্য শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে।এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের যেসব শিক্ষার্থী শাহাদাতবরণ করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে। অক্টোবরের শেষের দিকে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহাদাতবরণকারী শিক্ষার্থী পরিবারের কাছে এই অনুদানের অর্থ তুলে দেয়া হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক এবং কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক সাহাবউদ্দিন আহাম্মদকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শাহাদাতবরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন এবং আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।