• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১০:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১০:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দুই জেলের এক বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে এক ছাত্রসহ দুই জেলেকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।২০ অক্টোবর রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আদালত পরিচালনা করেন। আদালতে কাজলাহার গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র মো. সাকিব(২২)-কে পাঁচ হাজার টাকা জরিমানা এবং মো. মিজান ও রিদুল আলী হাওলাদার নামে অপর দুজনকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।জানা গেছে, অপরাধীরা রোববার ভোররাতে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যানদীতে ইলিশ মাছ ধরছিল। এ সময়, উপজেলা মৎস্য অফিসের অফিসার সৌরভ মন্ডল ও নৌপুলিশ নদীতে টহলে ছিলেন। তারা খবর পেয়ে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময়, তাদের কাছ থেকে ১৫টি ইলিশ মাছ এবং দশ হাজার মিটার জাল জব্দ করা হয়।পরে তাদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ে হাজির করা হলে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. মিজান (৩০), রিদুল আলী হাওলাদার (২৪) নামে দুজনকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া গ্রেফতার অপরজন কলেজ ছাত্র সাকিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।ফিসারিজ অফিসার সৌরভ মন্ডল জানান, অভিযানে জব্দ করা মাছ দুস্থদের মধ্য বিলিয়ে দেয়া হয়েছে। এছাড়া দশ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, ইলিশ সম্পদ সংরক্ষণে বর্তমানে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।