জুলাই বিপ্লব: জাবির তদন্ত কমিটির প্রধানকে হুমকির অভিযোগ
জাবি প্রতিনিধি: জুলাই বিপ্লব ২০২৪ এর তদন্ত কমিটির প্রধান হওয়ার জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ড. মনিরুজ্জামান নামের এক শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।২১ নভেম্বর বৃহঃস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী ড. মনিরুজ্জামান তার ফোনে মিসডকল পান। পরবর্তীতে ওই নাম্বারে কল করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়।ড. মনিরুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের গুলিবর্ষণ ও হামলার ঘটনায় তদন্ত সংশ্লিষ্ট তদন্ত কমিটির অন্যতম আহ্বায়ক ও জুলাই বিপ্লব ২০২৪ এর তদন্ত কমিটির প্রধান।বৃহস্পতিবার এ বিষয়ে আশুলিয়া থানায় হাসানুজ্জামান দিপ্ত (২৫) ও আহসানুজ্জামান সোহেলের (৪৫) বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ড. মনিরুজ্জামান।ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার সকাল ৮:৩২ মিনিটে ভুক্তভোগী ড. মনিরুজ্জামান তার ব্যবহৃত সেলফোনে মিসড কল পান। পরবর্তীতে ওই নাম্বারে ফোন দিলে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই ২০২৪ এর তদন্ত কমিটির প্রধান হওয়ায় প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় ও পরবর্তীতে এক পর্যায়ে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করে ড. মনিরুজ্জামান। এই ব্যাপারে তিনি আরও জানান, তারা দুজন ও আরও কয়েকজন ব্যক্তি মিলে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছে।পরবর্তীতে ড. মনিরুজ্জামান নিজের ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।অধ্যাপক মনিরুজ্জামানের সাথে কথা বলে আরও জানা যায়, তিনি যখন অভিযুক্তের সাথে কথা বলছিলেন তখন কেউ অভিযুক্তের নাম ধরে ডাকে এবং এরই প্রেক্ষিতে তিনি অভিযুক্তকে চিহ্নিত করতে সক্ষম হন। তিনি বলেন, অপরাধীর কাজ হচ্ছে অপরাধ অস্বীকার করা। আমি সুস্থ তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।কিন্তু, এই ব্যাপারে হাসানুজ্জামান দীপ্তর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ধরনের কোনো হুমকি আমি দিইনি। মূলত ব্যক্তিগত ও পারিবারিক আক্রোশের কারণেই তিনি এমন অভিযোগ করেছেনঅপরদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।