• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৭:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৭:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

আর্থ-সামাজিক উন্নয়নে বিআরডিবি অগ্রণী ভূমিকা পালন করছে: এমপি জাহাঙ্গীর আলম

কুমিল্লা প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম সরকার।২৫ ফেব্রুয়ারি রোববার মুরাদনগর উপজেলা হলরুমে বিআরডিবির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আওতাধীন কুমিল্লার মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭তম সাধারণ বার্ষিক সভা নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরিকল্পিত পল্লী গঠন ও পল্লী উদ‍্যোক্তা তৈরির জন‍্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।এমপি জাহাঙ্গীর আলম বলেন, গ্রামীণ স্বনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্যে জাতির জনক কাজ করেছেন। বঙ্গবন্ধুর পল্লী উন্নয়ন দর্শনকে কেন্দ্র করে বিআরডিবি প্রতিষ্ঠালগ্ন থেকেই পল্লী বাংলার আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।তিনি বলেন, দেশের গ্রামাঞ্চলে জীবনমানের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে, তার পেছনে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পের অবদান রয়েছে।জাহাঙ্গীর আলম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল নাগরিকের সুবিধা নিশ্চিত করে দেশের প্রতিটি গ্রামকে পরিকল্পিতভাবে উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন। শহরের সব সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানামুখী কার্যক্রমও অব‍্যাহত রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মু. রুহুল আমীন, মুরিদনগর ইউসিসির সভাপতি মো. জসিম উদ্দিনসহ অনেকে।