• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৩:৫১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৩:৫১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জয়দেবপুরে মাদক কারবারি ও জুয়াড়িসহ গ্রেফতার ১২

গাজীপুর (সদর) প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর থানায় পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারি এবং ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইনে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রকাশ্য জুয়া আইনসহ মোট তিনটি মামলা করা হয়েছে।২১ অক্টোবর সোমবার রাতে জয়দেবপুর থানাধীন বাড়িয়া ইউনিয়নের কুমুন বাজার এবং পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, ২১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে বাড়িয়া ইউনিয়নের কুমুন বাজারের দক্ষিণ-পূর্ব পাশে কার্তিক চন্দ্র দাসের খালি জায়গা থেকে হাবিবুর রহমান শেখ ওরফে হাবু (৪৫) এবং সোহেল রানা (৪৭) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।অন্যদিকে, একই দিনে রাত সাড়ে ১১টার দিকে পিরুজালী ইউনিয়নের পিরুজালী মধ্যপাড়া এলাকায় গফুরের বসতঘরে পুলিশ অভিযান চালায়। এ সময় প্রকাশ্যে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়।আটকরা হলেন- আব্দুল গফুর (৫০), হাসান (২৪), নজরুল (৩৬), আবুল হাসেম (৫৫), মেহেদী হাসান (২০), মো. তোফাজ্জল (৩৫), মো. মাসুম (৩৫) এবং জাকির হোসেন (৪০)। তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা করা হয়েছে। এছাড়াও, বিশেষ ক্ষমতা আইনে হাবিবুর রহমান (৪৯) ও সোহেল রানা (৪৭) নামের আরও দুজনকে গ্রেফতার করা হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পৃথক অভিযানে হেরোইনসহ দুইজন মাদক কারবারি এবং আটজন জুয়াড়িসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, প্রকাশ্য জুয়া আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার ২২ অক্টোবর দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।