নরসিংদী কারাগারের জেলার রিজিয়া বেগমের বিদায়ী সংবর্ধনা
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা কারাগার থেকে সদ্য বিদায় নেওয়া জেলার রিজিয়া বেগমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন জেল সুপারসহ সকল স্টাফরা।৩১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী জেলা কারাগারে অফিস রুমে বিদায়ী সংবর্ধনায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. আবুল কালাম আজাদ।এ সময় বিদায়ী জেলার রিজিয়া বেগম বলেন, নরসিংদী জেলা কারাগারের সাথে আমার সম্পর্কটা আত্মার সম্পর্কের রূপ নিয়েছে। এখানকার সবাইকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। আমি যতদিন এ জায়গায় দায়িত্বরত ছিলাম সবসময় কারাগারের বন্দিসহ সকল স্টাফদের আপন করে নিয়েছিলাম। আমরা সকলে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়েছি। আমার উপর যে দায়িত্বভার ছিলো সেটা যথাযথভাবে তা পালন করার চেষ্টা করেছি। কারাগারের পরিবেশ সুন্দর ও এখানকার বন্দিদের পরবর্তী সুন্দর একটি জীবন দেওয়ার জন্য যা যা করা দরকার সবটুকুই করার চেষ্টা করেছি।নরসিংদী জেলা কারাগারে জেল সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, উনি একজন দক্ষ, চৌকস, মানবিক জেলার হিসেবে এই জায়গায় পরিচিতি লাভ করেছেন সবার কাছে। সব সময় দেখেছি, কারাবন্দি মানুষ ও স্টাফদের কল্যাণের স্বার্থে নিরলসভাবে কাজ করেছেন। দীর্ঘ কয়েক বছর যাবত নরসিংদী জেলা কারাগারে জন্য উনি অনেক ভালো কাজ করে গিয়েছেন। উনার বিদায়টা অবশ্যই কষ্টদায়ক। উনি যেখানেই যাবেন ওই জায়গাতেই সুন্দর একটি স্থানে রূপান্তরিত করবেন এই আশা করি।এ সময় ডেপুটি জেলার নাসিম উদ্দিন, ফার্মাসিস্ট আফসানা মুনিরা, একাউন্ট্যান্ট, সর্বপ্রধানকারারক্ষী, প্রধান কারারক্ষীসহ অন্যান্য স্টাফরাও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রিজিয়া বেগমকে নরসিংদী জেলা কারাগার থেকে বদলি করে গাজীপুর জেলা কারাগারের জেলারের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।