নীলফামারীতে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সোমবার জেলা শিল্পকলা একাডেমীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)। সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন হাসিবুর রহমান, জেলা এনএসআইয়ের উপ-পরিচালক খালিদ হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং জেলা এ্যাডজুট্যান্ট (অবসরপ্রাপ্ত) কেফায়েত হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমাড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্য দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি ও আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। সারা দেশে অর্থনীতির চালিকাশক্তি কলকারখানাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে আনসার সদগস্যগণ কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। এছাড়াও অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে আনসার বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ এবং আগত অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।