• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৩:৫৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৩:৫৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। এমন চিত্র দেখা যায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের প্লাস্টার খসে খসে পড়ছে। ভবনের কয়েক জায়গায় ছোট বড় ফাটল ধরেছে, যেকোন সময় ধসে পড়তে পড়ে।শিক্ষার্থীরা জানায়, ‘আমাদের কক্ষে বিভিন্ন জায়গায় ফাটল ধরায় আমরা ভয়ে ভয়ে ক্লাস করি। আমরা একটি নতুন কক্ষ চাই, যাতে আমারা ভালোভাবে লেখাপড়া করতে পারি।’অভিভাবকরা জানান, ‘পরিত্যাক্ত ভবনে বাচ্চাদের ক্লাস করতে হয়, আমাদের সব সময় ভয়ে থাকতে হয়।’এ বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ কক্ষ না থাকায় দ্বিতীয় শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনটিতে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না অনেক অভিভাবক। দ্রুত নতুন কক্ষ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়েছে।‘  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম মুঠোফোন বলেন, ‘বিষয়টা আপনাদের কাছে শুনেছি। তবে সরেজমিন গিয়ে বাচ্চাদের অন্য কোথাও ক্লাস করার ব্যবস্থা করে দেওয়া হবে।’