• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪০:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪০:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

কচুরিপানার চাপে ধসে পড়লো সেতু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পাহাড় সমান কচুরিপানার চাপে দু’টি পিলারসহ একটি সেতুর দক্ষিণ অংশ বিকট শব্দে মুখ থুবড়ে নদীর বুকে ধসে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।৫ জুন বুধবার বিকেলে ঝিনাই নদীর উপর জামতৈল-বনমালী সেতুর দুটি পিলার ভেঙ্গে পানিতে পড়ে যায়। সেতুটি ভেঙ্গে পড়ে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর এলজিইডি বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ১৯৯৬ সালে নগদাশিমলা ইউনিয়নের ঝিনাই নদীর জামতৈল-বনমালী অংশে এ সেতুটি নির্মাণ করেন। সেতুর বনমালী অংশে সংযোগ সড়ক নির্মাণ করা হলেও গ্রামীণ দলাদলির জন্য জামতৈল অংশে কোন সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। ফলে যানবাহন পারাপারে সমস্যা হতো। বেশ কিছুদিন ধরে মাদকসেবীরা ব্রিজের উইংয়ের লোহা খুলে নিয়ে যায়। ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।বনমালী গ্রামের দোকানদার হালিম মিয়া জানান, কিছুদিন আগে যমুনার এ শাখা নদীতে ঢলের পানি পড়লে উজান থেকে ভেসে আসা বিপুল পরিমাণ কচুরিপানা সেতুর সাথে আটকে যায়। ভারি বর্ষণে স্রোতের ধাক্কায় সেতুর একটি অংশ ভেঙ্গে পড়ে।গোপালপুর এলজিডির সাবেক সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, সেতুটি অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছিল। বছর তেইশ আগে সেতুর মাঝখানে ফাটল দেখা দেয়। বরাদ্দের অভাবে এটি মেরামত করা যায়নি।উপজেলা স্থানীয় সরকারের (এলজিইডি) প্রকৌশলী ফাত্তাউর রহমান জানান, সেতু ধসে পড়ার খবর মৌখিকভাবে শুনেছেন। লোক পাঠিয়ে বিষয়টি জেনে নেয়ার পর এ বিষয়ে পরবর্তী  বক্তব্য দেওয়া বা ব্যবস্থা গ্রহণ করা হবে।