• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০০:০৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০০:০৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় টিকাদান কর্মসূচি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও শিক্ষকগণের অংশগ্রহণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারকরণের লক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে মাটিরাঙ্গা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আল-আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের খাগড়াছড়ি জেলা উপ-পরিচালক (চ.দা.) মো. নাজমুস সাকিব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ্ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা।এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মামুনুর রশীদ, মাটিরাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন গণশিক্ষা প্রকল্পের সুপারভাইজার, কেয়ারটেকারগণ ও ৫০ জন শিক্ষক-শিক্ষিকাসহ ইমাম, খতিববৃন্দ।