ফ্রান্সের টেক্সওয়ার্ল্ড প্রদর্শনীতে আড়াইহাজারের মিথিলা টেক্সটাইল
নারায়নগঞ্জ প্রতিনিধি: ফ্রান্সের রাজধানী প্যারিসের পোর্ট দো ভার্সাই প্রদর্শনী কেন্দ্রে ৩ জুলাই সোমবার থেকে ৩ দিন ব্যাপী বিশ্বের সর্ববৃহৎ টেক্সটাইল প্রদর্শনী শুরু হয়েছে।বৃহৎ এ প্রদর্শনীতে প্রথমবারের মতো বাংলাদেশের লীড প্লাটিনাম টেক্সটাইল কারখানা নারায়ণগঞ্জের আড়াইহাজারের মিথিলা টেক্সটাইল অংশগ্রহণ করেছে।প্যারিস থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা গ্রুপের পরিচালক মো. মাহবুব খান হিমেল। তিনি বলেন, টেক্সওয়ার্ল্ড ফেয়ারে বাংলাদেশ থেকে আমরা প্রথমবারের মতো অংশগ্রহণ করেছি। আমাদের প্রতিটি প্রোডাক্টই সাসটেইনেবল কারণ আমরা শতকরা ৬৮ ভাগ এনার্জি সেভিংসহ সকল ক্ষেত্রে রিইউজেবল সেটাপ ও তার পূর্ণব্যবহার করছি। আমাদের বাৎসরিক সক্ষমতা প্রায় ৬০ মিলিয়ন গজ ফেব্রিকসের। পাশাপাশি ডায়িং, প্রিন্টিং ও ফিনিশিং করে রফতানির সক্ষমতা রয়েছে আমাদের। টেক্সওয়ার্ল্ড ফেয়ারে আমরা বিপুল সারা পেয়েছি। আমরা আশানুরুপ পোশাক রফতানির আদেশ পেয়েছি।বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, ক্রাইসিস মোমেন্টে মিথিলা টেক্সটাইল নিউ ইনোভেশন ও সাসটেইনেবল প্রোডাক্ট নিয়ে প্যারিসে হাজির হয়েছে। অনেক নামী-দামী বায়াররা তাদের ফেব্রিক পছন্দ করে অর্ডার দিয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক রফতানিতে এই মুহুর্তে দ্বিতীয় স্থানে আছে। প্যারিসের টেক্সওয়াল্ড এ প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ আমাদের নতুন প্রজন্মকে আরো বেশি উদ্বুদ্ধ করবে।উল্লেখ্য, ফ্রান্সের রাজধানী প্যারিসে টেক্সটাইল প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড এ বিশ্বের ২০টি দেশের এক হাজার ৩৫০ টি স্টল তাদের পণ্য প্রদর্শন করছে। এদের মধ্যে মিথিলা টেক্সটাইলসহ বাংলাদেশের ১০ টি কোম্পানি এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।