• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৮:৩৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৮:৩৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ডিজির নামে আইডি খুলে ফেসবুকে ট্রেনের টিকেট বিক্রির নামে প্রতারণা, আটক ১

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকেট বিক্রির অভিযোগে ওয়াজকুরুনী সাব্বির ওরফে ভেজাল (২১) নামে এক প্রতারকচক্রের প্রধানকে আটক করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।৩১ মে শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। পরে দুপুরে তার নামে মামলা দায়ের করা হয়। প্রতারক ওয়াজকুরুনী নীলফামারীর  ডোমার উপজেলার চিলাহাটির বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।সৈয়দপুর পুলিশ সূত্রে জানা যায়, ওয়াজকুরুনী ওই চক্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর নাম, পদবী ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি ওপেন করেন। সেই আইডি ব্যবহার করে দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট দেওয়ার কথা বলে যাত্রীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিতেন। পরবর্তীতে টিকেট না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতেন।প্রতারণার এ  বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের নজরে আসে। পরে পঞ্চগরের গোয়েন্দা পুলিশ ও নীলফামারী জেলা পুলিশের সহায়তায় ৩১ মে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে প্রতারক ওয়াজকুরুনীকে আটক করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।এ ব্যাপারে ওসি  এ. কে. এম নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল চক্রটি। ওই চক্রের প্রধান ওয়াজকুরুনীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও আটকের চেষ্টা চলছে।