• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৪:০৭:১৭ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৪:০৭:১৭ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

৯ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা চট্টগ্রাম রুটে রেললাইনে বগি লাইনচ্যুত হওয়ায় এক পাশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লার নাঙ্গলকোট ঢালুয়া ইউনিয়ন তেজের বাজার এলাকায় ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা চট্টগ্রাম রুটে আপার লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং অন্য পাশে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।১৭ মার্চ রোববার দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে জামালপুর বিজয় এক্সপ্রেস ফেনী স্টেশন থেকে ছেড়ে চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোট স্টেশনের মাঝামাঝি তেজের বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রুটে এক পাশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন।স্টেশন মাস্টার আরও জানান, চট্টগ্রাম থেকে জামালপুরগামী  বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। প্রচুর হতাহতের আশঙ্কা রয়েছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের একাধিক পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম গিয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি। শীঘ্রই রেল চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার বলেন, ঘটনার পর থেকে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ১০ থেকে ১২ জনের মতো আহত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, ট্রেন দুর্ঘটনার মো. রনি (২৮)  ও আফজাল (২৯) নামে দুজন যাত্রীকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে এরা দু’জনেই শঙ্কামুক্ত। এ ছাড়া আমাদের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে হয়েছে। চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রাখা হয়েছে। মেডিকেল টিমের তথ্যমতে, বড় ধরনের কোনো আঘাতপ্রাপ্ত রোগী সেখানে নেই।