ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের জন্য সুসংবাদ
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: পৃথিবীজুড়ে শিশুদের জন্মগত ত্রুটিগুলোর মধ্যে ঠোঁট কাটা ও তালু কাটার সমস্যাই সবচেয়ে বেশি। প্রতিবছর বাংলাদেশে ৫ হাজারের বেশি শিশু ঠোঁট কাটা ও তালু কাটা রোগ নিয়ে জন্মায় এবং পরবর্তীতে তারা সুচিকিৎসার অভাবে দীর্ঘমেয়াদি ভোগান্তির শিকার হয়।এই ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সাজেদা ফাউন্ডেশন সম্প্রতি স্মাইল এশিয়া নামক সিঙ্গাপুরের একটি দাতব্য প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। যার আলোকে স্মাইল এশিয়ার একটি বিদেশি সুদক্ষ টিম বাংলাদেশের সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের অস্ত্রপচার করবেন।এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় থাকবে সাজেদা ফাউন্ডেশন। এই সেবা শুধুমাত্র দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার বোঝা কমাতে সাহায্য করবে না, বরং সামগ্রিক জনগণের জীবনমান উন্নয়ন করবে বলে সাজেদা ফাউন্ডেশন বিশ্বাস করে।সিংগাপুরের স্মাইল এশিয়া এখন বাংলাদেশে সাজেদা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে জন্মগতভাবে যাদের ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিশ্ববিখ্যাত সার্জন দ্বারা প্লাস্টিক সার্জারি/অপারেশন করা হবে।রোগী বাছাই শুরু ১৫এপ্রিল থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত। বাছাই শেষে অপারেশন করা হবে ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।সার্বিক যোগাযোগের জন্য সাজেদা ফাউন্ডেশনের যেকোনো শাখা ব্যবস্হাপকের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।