• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে মাঘ ১৪৩১ রাত ০৮:০০:৪৬ (11-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে মাঘ ১৪৩১ রাত ০৮:০০:৪৬ (11-Feb-2025)
  • - ৩৩° সে:

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে হাসান হাওলাদার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।৭ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার কালাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। ৮ ফেব্রুয়ারি শনিবার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।ভুক্তভোগী পরিবারের দাবি, ধর্ষণের প্রতিবাদ করায় ভুক্তভোগীর মা ও ফুফুকে মারধর করা হয়েছে। আহত অবস্থায় মা ও মেয়েকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রতিবন্ধী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর। ভুক্তভোগী ছোট বেলা থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। কিছুদিন ধরেই অভিযুক্ত হাসান ভুক্তভোগীর চারপাশে ঘোরাফেরা করছিল। ঘটনার দিন বেলা ১১টার দিকে সাংসারিক কাজে বাইরে যায় ওই কিশোরীর মা। সুযোগ বুঝে অভিযুক্ত হাসান বাড়ির পাশে একটি নির্জন স্থানে ওই কিশোরীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কাজ শেষে বাড়ি ফেরার সময় মেয়ের সঙ্গে হাসানকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায় ওই মা। এ সময় দৌড়ে পালিয়ে যায় হাসান। বিষয়টি হাসানের পরিবারকে জানালে কয়েক জনকে নিয়ে ভুক্তভোগী কিশোরীর মা ও ফুফুকে মারধর করা হয়।বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীকে বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। শারীরিক পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি  লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।