• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:৫৫:৫৮ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:৫৫:৫৮ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের নেতাসহ গ্রেফতার ৪৭

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৪ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৪৩ জনসহ মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৪ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতাররা হচ্ছেন, আড়াইহাজার পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাছেন আলী (৫৩), সোনারগাঁও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নাসির উদ্দিন (৫১), ওসমান গণি (৬০) ও কাউসার হামিদ দরপন (৫০)।