• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৯:১৪:৫১ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৯:১৪:৫১ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ঈদ আনন্দে মেতে উঠেছে বিনোদন পিপাসুরা

স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদীতে ঈদ আনন্দে মেতে উঠেছে বিনোদন পিপাসুরা। বিনোদন পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক, হেরিটেজ রিসোর্টসহ ৯টি বিনোদন কেন্দ্র। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়ে মিলন মেলায় পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রগুলো।ঈদের আমেজকে রাঙ্গিয়ে দিয়ে ও বিনোদন প্রেমীদের আকৃষ্ট করতে পার্ককে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দেশের বিভিন্ন জেলার সব বয়সী মানুষ এখানে ঈদ আনন্দে মেতে উঠেছে। তবে সকালে বৃষ্টি হওয়ায় ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অন্যান্য সময়ের তুলনায় দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম।রাজধানী ঢাকার কাছাকাছি শহরের কোল ঘেঁষে নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের দিন থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসছে। বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোস্টার, স্পিডবোটসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইড ও ওয়াটার পার্কে দেখা গেছে দর্শনার্থীদের উচ্ছ্বাস।এ বছর দেশে প্রথমবারের মতো সংযোজন করা হয়েছে সুনামীর ঢেউ। ঈদ আনন্দ উপভোগ করতে বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা দৃষ্টিনন্দন এই পার্কে সপরিবারে বেড়াতে আসা অনেকে বেছে নেন নান্দনিক কটেজগুলো। ঈদের দিন থেকে শুরু হয়ে নারী-পুরুষসহ সকল বয়েসের পর্যটকদের আগমনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ করে মাতিয়ে রাখছেন পার্কটি।পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে প্রতি বছর পার্কে নতুন আকর্ষণ রাখার চেষ্টা করা হয়। নতুন নতুন রাইড সংযোজন করা হয়েছে। দর্শনার্থীরা এখানে দারুণভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারবে।রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এ জেলায় আরও রয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগরী উয়ারী বটেশ্বসহ প্রাচীন রাজা ও শাসকদের জমিদারবাড়ি। ঈদে প্রতিটি বিনোদন কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকসহ এ সকল বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছে।