• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৪:০০:৪০ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৪:০০:৪০ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি: এক দফা দাবি আদায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন। সেই দাবির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সেখানে এক দফার দাবিতে তাদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত গোটা এলাকা।৪ আগস্ট রবিবার দুপুর ১১টা থেকে শিক্ষার্থীরা সমবেত হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে। এদিকে সরেজমিনে দেখা যায়, অসহযোগের প্রভাবে ঢাকার মহাসড়কে চলেনি দূরপাল্লার কোনো যানবাহন। শিক্ষার্থীদের অবস্থান ঘিরে দেখা যায়নি কোন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও।পরে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা জানান গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীসহ পার্শ্ববর্তী স্কুল, কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, এক দফা দাবিতে আমরা রাস্তায় নেমেছি। স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। এছাড়া আমাদের যে সমস্ত ভাইয়েরা তাদের বুলেটের গুলিতে নিহত হয়েছেন তাদের বিচার করতে হবে।এদিকে অসহযোগ আন্দোলনের প্রভাব পড়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল হাতে গোনার মত। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল উত্তাল। শিক্ষার্থীদের সাথে কোথাও কোথাও একাত্মতা প্রকাশ করছে স্থানীয় জনতাও।