ঢাকায় মহান মে দিবসের প্রস্তুতি সভা বিএনপির
নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস সফলভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।২৬ এপ্রিল শনিবার ভাসানী মিলনায়তনে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।সভায় মে দিবস ঘিরে দলীয় কর্মসূচি, শ্রমিক সংযোগ এবং সাংগঠনিক কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান।তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। এই দিনকে ঘিরে বিএনপি সারাদেশে শান্তিপূর্ণ ও শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে।তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাঠপর্যায়ে শ্রমজীবী জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে হবে, তাদের বাস্তব সমস্যাগুলো দলীয় ফোরামে তুলে ধরতে হবে।সভায় মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা নিজ নিজ এলাকায় কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করেন।