বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী: ঢাকা রেঞ্জ ডিআইজি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। নিয়মিত পিটি ও প্যারেড অনুশীলন করতে হবে। প্যারেডের মাধ্যমে বাহিনীর সকল সদস্যের মধ্যে চেইন অব কমান্ড এবং শৃঙ্খলা মানার অভ্যাস গড়ে উঠে।২১ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের মাসদাইর জেলা পুলিশ লাইন্সে অবস্থিত রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।বিভিন্ন নির্দেশনা দিয়ে ডিআইজি বলেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করতে নির্দেশ প্রদান করা হয়েছে। সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে বলেন। পরিদর্শনের পূর্বে ডিআইজি পরিদর্শন প্যারেডের সালাম গ্রহণ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের ব্যারাক, ক্যান্টিন, ডাইনিং, রেশন স্টোর, ডি-স্টোর, সি-স্টোর এবং অস্ত্রাগার পরিদর্শন করেন।সেখানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা।