শেরপুরের তক্ষক পাচারকালে র্যাবের হাতে আটক ২
শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবর্দী উপজেলায় বন্যপ্রাণি তক্ষক পাচারকালে দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৪। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কুরুয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।র্যাবের প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরের শ্রীবরর্দী থানাধীন কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি তক্ষকসহ ২ জনকে আটক করে।আটকরা হলেন, মুক্তাগাছা থানার লক্ষীখোলা এলাকার মো. আক্তার হোসেনের ছেলে মো. ফরহাদ (৫০) এবং নান্দাইল থানার দিলালপুর এলাকার আব্দুল হামিদ চুন্নুর ছেলে মো. পারভেজ (৩৫)।আটকদের কাছ থেকে ১টি জীবিত তক্ষক, ২টি মোবাইল সেট ও নগদ ১১০০ টাকা জব্দ করা হয়।আসামিদ্বয়কে শেরপুর জেলার শ্রীবরর্দী থানায় হস্তান্তর করা হয়েছে।