• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ সকাল ০৮:৪৭:৩৬ (10-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ সকাল ০৮:৪৭:৩৬ (10-Jan-2025)
  • - ৩৩° সে:

৩১ দফা বাস্তবায়নে সৈয়দপুরে তাতী দলের লিফলেট বিতরণ

মাইনুল হক, নীলফামারী ‘পরিশুদ্ধ বাংলাদেশ চাই’ এ প্রত্যয় নিয়ে নীলফামারীর সৈয়দপুরে জেলা তাতী দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।৮ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কসহ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।সৈয়দপুর রাজনৈতিক জেলা তাতী দলের সদস্য সচিব জুয়েল বাবুর পরিচালনায় ও আহ্বায়ক আনিছ আনছারীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় তাতী দলের সদস্য সচিব মজিবর রহমান।লিফলেট বিতরণকালে কেন্দ্রীয় তাতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন-১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় গত বছরের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।তিনি আরও বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এ দেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন, তাতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল রেজাউল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, সাবেক ছাত্রনেতা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিজওয়ান আক্তার (পাপ্পু), জেলা তাতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম,কিশোরগঞ্জ উপজেলা সদস্য সচিব রহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের তাতী দলের নেতৃবৃন্দ।