মতিঝিলে ‘তায়েফ এয়ারকন লিমিটেড’র উদ্বোধনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে ঢাকা-লাকসাম-নাথেরপেটুয়া রোডে যাত্রীদের উন্নত সেবার লক্ষ্য নিয়ে তায়েফ এয়ারকন লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মতিঝিলের ১০/১ টয়নবী সার্কুলার রোডের কাউন্টার অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন এয়ারকন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহ আলম মনির, পরিচালক মো. জসিম উদ্দিন, পরিচালক শওকত হোসেন, পরিচালক আলমগীর হোসেন, পরিচালক মুস্তাফিজুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম শিপন, আশিক এলাহী, রুবেল হোসেন, অলিউল্লাহ পরিচালক প্রমুখ।অনুষ্ঠানের উদ্বোধন করেন বাইতুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসাইন।