জামালপুরে বজ্রপাত থেকে রক্ষাকারী তাল গাছ রোপণ করছে স্বেচ্ছাসেবীরা
জামালপুর প্রতিনিধি: বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা জুড়ে তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছে ‘তাল গাছ রোপণ আন্দোলন’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।সংগঠনটির পক্ষ থেকে জামালপুর মেলান্দহ উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে পতিত জমিতে স্বেচ্ছায় এসব চারা রোপণ করছেন সংগঠনের সেচ্ছাসেবীরা।ইতোমধ্যে তারা মেলান্দহ উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে দুই হাজারের বেশি তাল বীজ রোপণ করেছেন। জেলা জুড়ে তাদের এই তাল বীজ রোপণ কর্যক্রম চলবে বলে জানান সংগঠনের সেচ্ছাসেবীরা।প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তাল গাছ। এছাড়া ভূমিক্ষয়, ভূমিধ্বস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।