গাজীপুরে একসঙ্গে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ
স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। ১৬ মে বৃহস্পতিবার বিকেলে শহরের এলিট কেয়ার হাসপাতালে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়৷ মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্ম এবং তাদের সুস্থ দেখে আনন্দিত ওই গৃহবধূর পরিবার।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম সজীব বলেন, ওই দম্পতির সন্তান কনসেপ্ট হচ্ছিল না। পরে আমাদের হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানার তত্ত্বাবধানে তাদের বাচ্চা কনসেপ্ট হয়। পরে আমরা জানতে পারি ৩টি সন্তান হবে। তখন থেকেই আমরা তত্ত্বাবধান করি৷সন্তান ও মা সবাই সুস্থ আছে৷গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানা বলেন, প্রথমে নরমাল ডেলিভারি করতে চেয়েছিলাম কিন্তু পরিবারের অনুরোধ ও সন্তানদের ঝুঁকির কথা চিন্তা করে বৃহস্পতিবার বিকেলে আমার তত্ত্বাবধানে তিনটি সন্তান জন্ম দেন আফসানা। তাদের মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে। প্রত্যেক শিশুর ওজন দুই কেজির উপরে৷ আল্লাহর রহমতে মা ও সন্তানরা সুস্থ আছে।ওই গৃহবধূর স্বামী প্রকৌশলী মো. রিপন মিয়া বলেন, আমরা সবাই আনন্দিত। একসঙ্গে তিনটি সন্তান হয়েছে দুই মেয়ে এবং এক ছেলে। তিন সন্তান ও আমার স্ত্রী সুস্থ রয়েছে, এটিই স্বস্তির এবং আনন্দের। প্রথম থেকেই এই হাসপাতালের তত্ত্বাবধানে রেখেছিলাম, শেষ পর্যন্ত সবকিছু সঠিকভাবে সম্পাদন হয়েছে।