নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণঅবস্থান কর্মসূচি
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থ বছরেই বাস্তবায়নের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে তিস্তা বাচাঁও, নদী বাচাঁও সংগ্রাম পরিষদ।১২ জুলাই শুক্রবার বিকেলে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের হাজীরহাট চর বৈরাতী গ্রামে ওই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে লালমনিরহাটের কালীগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার নদী তীরবর্তী এলাকার কয়েকশত নারী-পুরুষ অংশ নেন। তাদের মধ্যে কয়েকজন বক্তব্য দেন।কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি, তিস্তা কর্তৃপক্ষ গঠন করে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থ বছরেই বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি তাদের আরও যে ৬ দফা দাবি আছে তা বাস্তবায়ন করতে হবে।কর্মসূচিতে নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিস্তা বাচাঁও, নদী বাচাঁও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সহ-সভাপতি ড. মনোয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন স্টান্ডিং কমিটির সদস্য আব্দুল হাকিম, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফসহ কালীগঞ্জ উপজেলা কমিটির সদস্যরা।