বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চাই না: কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক: শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমাদের ভাতিজা তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপির নেতা হন। নেতৃত্ব দেন, তাহলে আমি সেই বিএনপির সঙ্গে বেহেশতে যেতে চাই না। এ ছাড়া আল্লাহ যদি জামায়াতের সঙ্গেও আমাকে বেহেশতে নিতে চান, তাহলেও আমি যাব না।৩ মার্চ রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।বঙ্গবীর বলেন, তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিতে পারবে না। এতে যদি আমার ফাঁসিও হয়, সেটাকেও মঞ্জুর কররো। তারপরেও লন্ডনে বসা তারেকের নেতৃত্ব কোনোমতেই গ্রহণ করবো না।এ সময় বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা নেতাদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, জনগণকে দেশের মালিক করার জন্য যদি সংগ্রাম করতে পারেন, সেই সংগ্রামে আমি মৃত্যু পর্যন্ত আপনাদের সঙ্গে আছি।তিনি বলেন, এই আওয়ামী লীগ মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। এটা লুটপাটকারীদের আওয়ামী লীগ। সে জন্য এ দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে একত্র হয়ে সংগ্রাম করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার প্রমুখ।