ঠাকুরগাঁওয়ে ফসল নষ্ট করে জমি জবরদখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতের অন্ধকারে জমিতে থাকা ফসল নষ্ট করে জমি জবরদখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী।গত ২০ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সন্ধ্যারই গ্রাম এলাকার মহসড়কের পূর্বপাশে ঘুঘুড়ারা নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগে উল্লেখ রয়েছে, জমির মালিক সন্ধ্যাই গ্রামের সরকার পাড়ার মৃত হান্নান আলীর ছেলে আহসান হাবিব পৈত্রিক সূত্রে নালিশি জমির মালিক। নালিশি জমি সন্ধ্যারই মৌজার, জেল নং ৬৯, খতিয়ান ৯২, ১৬৭২ দাগে ৪৭ শতকের মধ্যে ১৫ শতক জমিতে হলুদ আবাদ করা হয়। আহসান হাবিবসহ তার লোকজন বলেন, ঘটনার দিন একদল ভূমিদস্যু রাতের অন্ধকারে তার হলুদক্ষেত হালচাষ দিয়ে ভেঙ্গে ফেলে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৮০ হাজার টাকার ফসল।এনিয়ে জমির মালিক আহসান হাবিব বাদি হয়ে ঘটনার সাথে জড়িত একই গ্রামের আবুল কাসেমের ছেলে সুমন (৩৫), উপজেলার ভান্ডারা শান্তিপুর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুলতানের ছেলে রাসেল (৩৮), সন্ধ্যারই খেরবাড়ি গ্রামের সফিক উদ্দিনের ছেলে দুলাল (৪০), একই গ্রামের বাংরুর ছেলে শেখ ফরিদ (৪০)-এর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।বাদি প্রশাসনের কাছে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়েছেন।অভিযুক্ত দুলাল জানান, তিনি আবু সুলতানের জমি ঠিকা নিয়ে চাষাবাদ করেন। এ ঘটনার সাথে তিনি জড়িত নন। তিনি বলেন, কাগজ যার, জমি তার।বিবাদী সুমন জানান, ঘটনার সাথে তার জড়িত থাকার প্রমাণ না হলে, বাদীর বিরুদ্ধে মানহানি মামলা করা হবে।রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ জয়ন্ত সাহা বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।