অতিরিক্ত টাকা নেওয়ায় দলিল লেখককে জরিমানা
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় জমির পর্চা তোলার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ মেলায় সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক শ্রী বাহুবল্লভ সরকারকে (৬৫) ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছে ।২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন এই রায় দেন।অভিযুক্ত দলিল লেখক শ্রী বাহুবল্লভ সরকারের লাইসেন্স নম্বর ২৫। তিনি উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামের মৃত বলরাম সরকারের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্য রঞ্জন পাল নামের এক কৃষক তার নিজ নামীয় একটি জমি রেজিস্ট্রির জন্য আর এস পর্চার প্রয়োজন হয়। এ জন্য দলিল লেখক শ্রী বাহুবল্লভব সরকার ওই কৃষকের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নেন। পরে ভুক্তভোগী নিজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কাছে মৌখিক অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন অভিযান পরিচালনা করেন। সেসময় দলিল লেখক পর্চা তুলতে সাড়ে ৪ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত তখন ৩০ হাজার টাকা জরিমানা করে।এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, সপ্তাহের ব্যবধানে খোকসা সাব রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান পরিচালনা করে নৈশ প্রহরীর পকেট থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে। এ ছাড়া অফিসের নানা অসঙ্গতি দেখতে পেয়েছেন বলে অভিযানিক দলের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।